Thursday 30 January 2020

ভালোবাসা কি ? - bengali sad poems and unsuccessful love story

Leave a Comment
ভালোবাসা কি ? - bengali sad poems and unsuccessful love story

ভালোবাসা কি ? - bengali sad poems and unsuccessful love story


আজকাল প্রেম মানে নগ্নতার সমাজ
ভালোবাসা হলো যৌবনের ক্ষিদে মিটানোর এক নাম
এখানে দুটি মন একে অপরকে খোঁজে না
খোঁজে শুধু দুটি শরীর একে অপরকে 
যদি এটাই হয় তাহলে পতিতালয় এ যাও !
এইভাবে ভালোবাসাকে বদনাম করে কোনো লাভ নেই ।
শরীরের কথা না ভেবে, মণ থেকে কাউকে ভালোবেসে দেখো ।
যদি কাওকে ভালোবেসে তাকে কাছে নাও পাও ।
যদি ভালোবাসায় সফলও না হও ।
তার কষ্টও ভালোবাসার চিহ্ন হয়ে হৃদয়ে লেখা থাকবে । 
এ ভালোবাসা কষ্ট দেবে ঠিকই কিন্তু সেই কষ্টের এক আলাদা আনন্দ । 
শিখিয়ে দেবে কিভাবে ভালোবাসতে হয় ।

আমাদের আরও সুন্দর সুন্দর গল্প ও কবিতা পড়তে এখানে ক্লিক করুন 
যদি আমাদের সাথে শেয়ার করতে চান তো এখানে ক্লিক করুন

                     আমি তোকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম ।পরে সেটা কথন ভালোবাসাই পরিণত হয়েছে তা আমি নিজেই জানি না । মন চাইতো শুধু যেনো তোর দিকেই তাকিয়ে দেখি । ধিরে ধিরে দিন কেটে যায়, আর আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখতে শুরু করি । তখন থেকেই তোকে হারানোর ভয় আমাকে পাগল করে দিয়েছিল । তাই তোকে আমার মনের কথাটা বলতেও সাহস হয়নি । হঠাৎ একদিন তোর ফোন নম্বর টা পেলাম । সেদিনই আর অপেক্ষা করতে পারলাম না , একটা ছোট্ট এসএমএস করে পাঠালাম । রিপ্লাইটা এলো অনেক দেরিতে এলো । তুই আমার নাম জানতে চাইছিলিস , তবে আমি বলতে পারিনি । তবে আজও মনে আছে নামের স্পেলিং নিয়ে সেই খেলাটা । পরের দিন স্কুলে গিয়ে তোর দিকে তাকাতে খুব ভয় পাচ্ছিলাম, যদি বুঝতে পারিস । তবে তোকে না দেখেও থাকতে পারলাম না, বন্ধুদের আরাল দিয়ে দেখছিলাম। হঠাৎ তুইও আমার দিকে দেখলি । আমি লজ্জায় চোখ ঘুরিয়ে নিলাম । রাতে এসএমএস আর স্কুলে আড়াল থেকে তোকে দেখা এইভাবেই কিছুদিন কেটে গেল ।
                   আজও মনে আছে সেই দিনের কথা যেদিন তোকে প্রথমবার কল করেছিলাম ।
তুই- হেলো ! কে ?
আমি- নামটা নাহয় অন্ন দিন যেনো ।
তুই- কে বলছেন বলুন না ।
আমি- নামটা এখন বলতে পারবো না ।
আমি- আমি তোমাকে ভালবাসি । তুমি কি আমাকে ভালোবাসো ?
তুই- না ।
আমি- একেবারেই না । আমি কে না জেনেই ? একবার অন্তত ভাবুন ।
তুই- আপনি যে কেউ হন না কেন, আমি কাউকেই ভালোবাসতে পারবো না ।
আমি- কিন্তু কেনো ? আপনি কি কাউকে ভালোবাসেন ?
তুই - না । অন্ন কারণ , সেটা বলা যাবে না । আমি এখন আর কথা বলতে পারবো না । রাখছি ................
                 পরের দিন তোকে আবার কাল করলাম ,
আমি- আজ কি কথা বলতে পারবে ?
তুই- হ্যাঁ , আপনি কে আগে বলুন ।
আমি- আমি আমার নামটা বললাম ।
তুই- ও তুই ?
আমি- হ্যাঁ , আমি তোকে খুব ভালোবাসি ।
তুই- আমি তোকে ভালোবাসতে পারবো না ।
আমি- আমার দোষটা কি বল ?
তুই- দোষটা আমার ভাগ্যের । এই বলে কারণটা বললি !
            আমার আজও মনে আছে তোর সেই কাঁদার কথা , আমি আজও ভুলতে পারিনি । সেদিন আমাদের কথা বলতে বলতে ১২.৩০ টা বেজে গেলো ।
                আমি- আমি তোর সব কিছুতেই আপন করে নিতে রাজি আছি । আমি তোর উত্তরের অপেক্ষায় থাকলাম । রাখছি.........
              পরের দিন স্কুলে আমি তোর দিকে তাকাতে পারলাম না । সেদিন রাতে এসএমএস এ তোর উত্তর পেলাম । সেদিন আমি এত খুশি হয়েছি, কাউকে বলতে পারবো না । পড়তে থেকে একসাথে ফেরা, স্কুলে একে অপরের দিকে তাকিয়ে থাকা , আর রাতে এসএমএস এর পর এসএমএস । প্রাই ঝগড়াও হতো , তবে এটা ভালোবাসাকে আরো গভীর করে । মাঝে মাঝেই ঘুরতে যাওয়া, তোর পিসির বাড়ি । এইভাবে এক এক করে স্বপ্ন দেখা হচ্ছিল দুজনে । আমি তোকে হারানোর খুব ভয় পেতাম । ওদিকে তোর বাবা আমাদের ব্যাপারে সব জেনে গেল । আমি জানি আমার জন্য তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে । প্রবলেম তোর জিবনকে আঁকরে ধরছিলো । আমি তোকে কষ্টে দেখতে কোনোদিনও চাইনি ।
            তাই আমি তোর থেকে দূরে সরে যাবো বলে ভাবলাম । একদিন তোকে সব কিছুও বললাম , কিন্তু তুই আমাকে আবার নিজের কাছে টেনে নিলি । আমি তোকে ছেড়ে দূরে গিয়েও বাঁচতে পারতাম না । এইভাবে চলছিল, কিয়েক মাস পর তোর বাড়িতে প্রবলেম হলো । সেটা রোজই হতো প্রায় । তার উপর উপর তোর মায়ের শরীর খারাপ হলো । আমি আমার সাধ্য মতো তোর পাশেই ছিলাম । কিছু দিন পর তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো । আমার জন্য তোর পড়াশুনাও খারাপ হতে লাগলো দিনের পর দিন । আমার জন্য তোর carrier এর কোনো ক্ষতি হোক তা আমি চাইনি । আর তাছাড়া তোর বড়ো স্বপ্ন ছিল তুই বড়ো হয়ে নিজে কিছু করবি আর তোর মায়ের পাশে দাঁড়াবি । আমার জন্য সে স্বপ্ন নষ্ট হয়ে যাবে তা আমি হতে দেবো না । তাই তোর সাথে ব্রেক আপ করলাম , সত্যি বিশ্বাস কর সেই দিনের কষ্টটা আজও মাঝে মাঝে কাঁদায় । আমি ভেবছিলাম তোদের বাড়িতে প্রবলেম শেষ হয়ে যাবে , আর দুজনে নিজের পায়ে দাড়িয়ে যাবো । তার পর দুজনে যে বিয়ের স্বপ্নটা দেখেছিলাম সেটা পূরণ হবে । যাতে তুই পড়াতে মন বসাতে পারিস তাই তোর নম্বরটা ব্লক করেছিলাম । বিশ্বাস কর তোর যতটা কষ্ট হয়েছে ঠিক ততটাই কষ্ট আমারও হয়েছে । কিছুদিন পর তোর বন্ধুর কাছে খোজ নিলাম.... ততোদিন তুই অন্য জনের হয়ে গেছিস । আমি ভেবেছিলাম তুই আমার উপর রাগ করবি, ঘৃণা করবি, কথাও বলবি না ।
                   কিন্তু তুই আমাকে এতো তাড়াতাড়ি ভুলেও যাবি সেটাও জানতাম না । ব্রেক আপের কষ্টটা সারাজীবনের জন্য হয়ে গেল ।
ভালোবাসা কি ? - bengali sad poems and unsuccessful love story


 আমি আজও কাঁদি তবে আড়ালে 
বাস্তবে তো আমি দোষী
আমি এই বদনামেও খুশি !
আমি না পেয়েও তোর না পাওয়ার পথের কাঁটা হইনি !



Our others topics:

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments:

Post a Comment

Thank you so much for commenting , we hope you don't face any problem . Please subscribe 🙏 ....... If you are interested to write your story or poems , please email us